শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি ও সার বিতরণ অনুষ্ঠানে এম এ হান্নান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় কৃষকদের আরো বেশি ফসল উৎপাদনে মনোযোগী হতে হবে

প্রবীর চক্রবর্তী ॥
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় কৃষকদের আরো বেশি ফসল উৎপাদনে মনোযোগী হতে হবে

মার্কেন্টাইল ব্যাংক পিএলএসি-এর সিএসআর ফান্ডের আওতায় কৃষি ও খাদ্যে স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পাওয়ার টিলার ও কৃষি উপকরণ (সার) বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার তিন হাজার কৃষকের মাঝে তিন হাজার বস্তা সার ও ১০টি পাওয়ার টিলার হস্তান্তর করা হয়।

উপজেলার শোল্লা আশেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম. এ. হান্নান।

এ সময় তিনি বলেন, কৃষকরা ফসল উৎপাদন করছে বলেই আমরা খাদ্য উৎপাদনে এতদূর এসেছি। আমাদের দিন দিন আবাদি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। তাই আমাদের উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। সেই ক্ষেত্রে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে সময় ও অর্থ সাশ্রয় করার জন্য কৃষকদের উদ্বুব্ধ করতে হবে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি কৃষকদের সহায়তা করতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে। একই সাথে আমরা কৃষি উপকরণ হিসেবে সারও দিচ্ছি। প্রয়োজনে বীজও দেয়া হবে। কৃষকদের সন্তান হিসেবে আমি জানি, কৃষকদের দুঃখ দুর্দশা। ফরিদগঞ্জ উপজেলাকে কৃষিতে সফলতা অর্জনে সর্বোচ্চ সহযোগিতা করবো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই অঞ্চলে এখনো অনেক আবাদি জমি আবাদবিহীন পড়ে রয়েছে। কৃষকদের উচিত কোনো জমি যাতে অনাবাদি না থাকে সেই চেষ্টা করা। পাশপাশি বাড়ির আঙ্গিনাসহ যেখানেই কোনো জায়গা থাকবে সেখানেই সবজি ও ফলের গাছ লাগাতে হবে। এতে নিজের পাশাপাশি দেশের উপকার হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে কৃষকদের আরো বেশি ফসল উৎপাদনে মনোযোগী হতে হবে।

সভাপতির বক্তব্যে জনাব মোঃ কামরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান সরকার কৃষিকে অগ্রাধিকার দিয়ে নানা সহযোগিতা করছে। মার্কেন্টাইল ব্যাংক পিএলএসি সরকারের এই উদ্যোগে পাশে থাকার অংশ হিসেবে সিএসআর ফান্ডের আওতায় কৃষি ও খাদ্যে স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পাওয়ার টিলার ও কৃষি উপকরণ (সার) বিতরণ করছে। আজ আমরা ফরিদগঞ্জের কৃষকদের হাতে বিনামূল্যে পাওয়ার টিলার ও সার দিচ্ছি। কৃষকরা যদি এসব সুবিধা কাজে লাগিয়ে কৃষিকে এগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমরাও আমাদের সহায়তা আরো বাড়াবো।

আব্দুল হামিদ সোহাগের পরিচালনায় এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কৃমিল্লা-নোয়াখালী রিজিয়নের প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কৃষি বিভাগের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান, ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক ও অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মুরাদ হোসেন চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী। এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আবুল কালাম আজাদ, কৃষক শাহআলম ও সাইফুল ইসলাম।

মার্কেন্টাইল ব্যাংক পিএলএসি ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী জানান, মার্কেন্টাইল ব্যাংক পিএলএসি-এর সিএসআর ফান্ডের আওতায় তিন হাজার কৃষকের মাঝে তিন হাজার বস্তা সার ও উপজেলার ১৫টি ইউনিয়নে আজকের ১০টিসহ মোট এ পর্যন্ত ২০টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়