শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

৪শ’ রোগীকে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ তানভীরের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কামরুজ্জামান টুটুল ॥
৪শ’ রোগীকে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ তানভীরের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ফরিদগঞ্জের গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৪ ফেব্রুয়ারি শনিবার বিনামূল্যে অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং হাজীগঞ্জের সাবেক উপজেলা পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় এদিন প্রায় ৪শ’ দরিদ্র, অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান কর হয়।

বিদ্যালয়ের হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আয়োজিত ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হায়দার নসু চৌধুরী ও ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী দম্পতির সুযোগ্য সন্তান ডাঃ তানভীর হায়দার চৌধুরী নিলয়।

ক্যাম্পে হাড়জোড়া, হাড়ভাঙ্গা, জয়েন্ট পেইন, বাতব্যথা, বিকলাঙ্গ রোগ, জন্মগত হাত-পা বাঁকাসহ অর্থোপেডিক্স ও ট্রমা সংক্রান্ত সকল রোগীর চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়া যেসব রোগীর টাকার অভাবে হাড়ভাঙ্গা অপারেশন করার ক্ষমতা নেই এবং কবিরাজের কাছে গিয়ে হাত-পা নষ্ট করেছেন তাদের স্বল্প খরচে অথবা বিনামূল্যে অপারেশনের পরামর্শ দেয়া হয়েছে।

ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ একুশে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসা সেবা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান পাটোযারী, বিদ্যালের প্রধান শিক্ষক হান্নান পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক নাজির আহমেদ, মেডিক্যাল অ্যাসিসটেন্ট বাবুল মন্ডল, একুশে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কৃঞ্চা সরকার, ম্যানেজার স্বপন প্রমুখ।

উল্লেখ্য, প্রতিবছর মহান স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মরহুম মুক্তিযোদ্ধা আলহাজ্ব তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ তানভীর হায়দার চৌধুরী এবং তাঁর মা স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়