প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মাদক নির্মূলে যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে
-----মুহম্মদ শফিকুর রহমান এমপি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, মাদক আমাদের একটি জাতীয় সমস্যা। এ সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ গণসচেতনতা তৈরি এবং ক্রীড়া ও সংস্কৃতি চর্চা। এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নিয়মিত ক্রীড়ানুষ্ঠান এবং সাহিত্য-সংস্কৃতি চর্চা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা মুঠোফোন নির্ভরতা থেকে মুক্তি পাবে। একই সাথে মাদকের ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। মোটকথা, মাদক নির্মূলে যুব সমাজকে ক্রীড়ামুখী করতে হবে। কারণ মাদক শুধু একটি ব্যক্তিকে নয়, তার সাথে মাদকসেবীর পরিবার, নিকট স্বজন, এমনকি আশপাশের সমাজকে কলুষিত করে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কায়েম পারভেজ লাবলুর সভাপ্রধানে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, ফরিদগঞ্জ রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ কামরুল হাসান সাউদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, আওয়ামী লীগ নেতা পুতুল সরকার, সোহেল হোসেন রাজু, অ্যাডঃ কামরুল ইসলাম রোমান প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।