শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ব্যবসায়ী সমিতিগুলো সঠিকভাবে কাজ করলে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সম্ভব

------সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার ॥
ব্যবসায়ী সমিতিগুলো সঠিকভাবে কাজ করলে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সম্ভব

চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে মানুষ যাতে স্বস্তিবোধ করেন সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

২৪ ফেব্রুয়ারি শনিবার সকালে চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান ইমাম বাদশার সভাপ্রধানে ও সহকারী শিক্ষক সৈয়দ নূরুজ্জামান কাজলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর এসি-ল্যান্ড মোঃ হেদায়েত উল্যাহ, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খানসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আরো বলেন, স্থানীয় প্রশাসনের পাশাপাশি ব্যবসায়িক সমিতিগুলো সঠিকভাবে কাজ করলে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সম্ভব। রোজার মাস সংযমের মাস। এ মাসে ধর্মীয় আচরণের ব্যাপারে আমরা আরো মনযোগী হই, তাহলে অতিরিক্ত মুনাফা করার প্রবণতা থাকে না।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা ভীষণ দরকার। লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মানুষ হবো। বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবো। আর স্মার্ট নাগরিক হতে হলে আমাদেরকে বিদ্যা বুদ্ধি জ্ঞানে দক্ষতায় আরো বড় হতে হবে। সৎ মানুষ, ভালো মানুষ হতে হবে। সহমর্মিতায় অন্যের প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে, অসাম্প্রদায়িক হতে হবে। সত্যিকারে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হবার কাজে অবশ্যই বিদ্যালয়গুলো সেই কাজ করবে। এজন্য নতুন শিক্ষাক্রম ঠিক সেভাবেই তৈরি হয়েছে। আমাদের শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই করবে না, দক্ষতা অর্জনই করবে না, তার পাশাপাশি সৃজনশীল মানুষ হবে, উদ্ভাবক হবে, বিশ্ব মানব হবে।

অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল বাবুল, ম্যানেজিং কমিটির সদস্যগণসহ শিক্ষক মণ্ডলী অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির সম্মানে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়