শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে তিন সন্তানের জনককে পিটিয়ে হত্যা ॥ আটক ১

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে তিন সন্তানের জনককে পিটিয়ে হত্যা ॥ আটক ১

ওয়াজ মাহফিলে দুই যুবক জিলানী আর সৈকতের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে গত ২১ ফেব্রুয়ারি রাতে। সেই ঘটনার বিরোধ মিটিয়ে দিতে এগিয়ে আসে ইমন (২৫) নামের আরেক যুবক। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠে জিলানী। ইমনকে শায়েস্তা করতে ১৫/২০ জনের স্থানীয় একটি দল ভাড়া করে জিলানী। জিলানীর কথায় গত শুক্রবার সন্ধ্যায় সেই দলটি ৪টি সিএনজিচালিত অটোরিকশা করে ইমনের এলাকায় আসে। এসেই দলটি ইমনকে বাজারে পেয়ে যায়। মাগরিব নামাজ চলাকালীন ইমন দলটিকে দেখে বাজারের পাশের একটি বাড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। ১৫/২০ জনের দলটি কাঠের ধামা নিয়ে ইমনকে দৌড়িয়ে একটি বাড়ির বাগানে গিয়ে ধরে বেধড়ক মারধর করে ফেলে চলে যায়। এরপরেই স্থানীয়রা ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনার দিন রাতেই ফয়েজ বাবু নামের এক যুবককে আটক করে। সে হাজীগঞ্জ উপজেলাধীন রাজারগাঁও ইউনিয়নের কাজী সরোয়ারের ছেলে। নিহত ইমন বাকিলা ইউনিয়নের লোধপাড়া কবিরাজ বাড়ির হারুনুর রশিদের ছেলে। গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ঘটনাটি ঘটে বাকিলা ইউনিয়নের জনতা বাজারে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য কালা মানিক ও বর্তমান ইউপি সদস্য দুলাল তালুকদার জানান, বাজারের একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৪টি সিএনজিচালিত অটোরিকশা করে ১৫/২০ জনের একটি দল দেশীয় কাঠের ধামাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে রাজারগাঁও থেকে জনতা বাজারে প্রবেশ করে। এ সময় ইমন (হত্যার শিকার) বাজারের কামরুলের ফার্নিচারের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তাৎক্ষণিক ইমন বিষয়টি বুঝতে পেরে দৌড়ে বাজারের পাশে বকাউল বাড়ির দিকে চলে যায়। পিছন দিয়ে সেই দলটি দৌড়ে গিয়ে বকাউল বাড়ির বাগানের ভিতরে ইমনকে পিটিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। এর পরেই ইমনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবেক ইউপি সদস্য কালা মানিক আরো জানান, গত ২১ ফেব্রুয়ারি পূর্ব রাজারগাঁও বেপারী বাড়িতে একটি ওয়াজ মাহফিলে লোধপাড়া তালুকদার বাড়ির বাচ্চু মিয়ার ছেলে সৈকত তালুকদারের সাথে রাজারগাঁও পঞ্চায়েত বেপারী বাড়ির আক্তারের ছেলে জিলানী নামের এক যুবকের ধাক্কাধাক্কি হয়। সেখানেই ইমন (হত্যার শিকার) জিলানী আর সৈকতকে নিবৃত্ত করে। এতে ক্ষুব্ধ হয়ে জিলানী ইমনকে শিক্ষা দেবার জন্য ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল ভাড়া করে। এই দলটিই শুক্রবার সন্ধ্যায় ৪টি সিএনজিচালিত অটোরিকশা করে রাজারগাঁও থেকে এসে জনতা বাজারে ইমনকে পিটিয়ে হত্যা করে। যারা ভাড়া এসেছে তাদের মধ্যে আমরা রাজারগাঁওয়ের তারেক আর রাসেলকে চিনতে পেরেছি।

হত্যাকাণ্ডের শিকার ইমনের চাচাতো ভাই ফরহাদ জানান, ইমনের তিনটি সন্তান রয়েছে। কিছুদিন আগে তার দুটি সন্তান জন্ম নেয়। ইমন বার্নিশ মিস্ত্রী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, গত ২১ ফেব্রুয়ারি রাতে পূর্ব রাজারগাঁওয়ে একটি মাহফিলে ইমনের সাথে কী নিয়ে জানি কিলিং মিশনটির কথা কাটকাটি হয়, সেই থেকেই তিক্ততা শুরু হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, ইমন হত্যায় ফয়েজ বাবু নামের একজনকে আটক করা হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে জানান, জনতা বাজারের একটি চা দোকানের সিসি ক্যামেরার ফুটেজ আমাদের হাতে এসেছে। আমরা গভীরভাবে বিষয়টি দেখছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়