শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের কলার হ্যান্ডওভার অনুষ্ঠান
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল (জেলা-৩২৮, বাংলাদেশ)-এর ২০২১-২০২২ সেশনের কলার হস্তান্তর অনুষ্ঠান গতকাল ২৭ আগস্ট চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে শিশু বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাব এডিটর নাসরিন হোসেন নওশীন। এরপর উপস্থিত সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। ইনার হুইল প্রার্থনা পাঠ করেন ক্লাবের আই.এস.ও. আফরোজা পারভীন। এরপর বিদায়ী সভাপতি তাসনুভা তন্বী তার বক্তব্যর মাধ্যমে গেল বছরের কমিটিকে ধন্যবাদ জানান ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলার হস্তান্তরের পর নতুন সভাপতি মাহমুদা খানম ও সেক্রেটারী ডালিয়া খানম দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক, চাঁদপুর রোটারী ক্লাব ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত পিএইচএফ এবং চাঁদপুর রোটারী ক্লাবের সদ্য সাবেক সভাপতি রোটারিয়ান নাসির উদ্দিন খান পিএইচএফ।

অতিথিরা তাঁদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এরপর ২০২০-২১-এর সভাপতি তাসনুভা তন্বী ও সেক্রেটারী মিতু আকতার সবাইকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। সাবেক সভাপতি তাছলিমা মুন্নী নতুন ও বিদায়ী সভাপতি, সেক্রেটারীকে উপহার প্রদান করেন। এছাড়াও নতুন সভাপতি ও সেক্রেটারি ক্লাব সদস্যগণসহ অন্যান্য সহযোগীকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, ভাইস প্রেসিডেন্ট মিতু আকতার, চার্টার প্রেসিডেন্ট ফাতেমা লাভলী, পিপি নাঈমা মোশাররফ, ট্রেজারার মিথিলা মারিয়া, সদস্য রেবেকা সুলতানা ও রুবিনা মরিয়ম। সার্বিক সহযোগিতায় ছিলেন রেলওয়ে শিশু বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কাজী আজিজুল হাকিম নাহিন।

অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে ক্লাব সদস্যরা তাদের মৃত আত্মীয়স্বজনদের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়