প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রকাশ্যে চলছে জাটকা নিধন-বিক্রি
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞাকালীন ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ শিকার করা বেআইনি। এরই মধ্যে শুরু হচ্ছে জাটকা রক্ষার মৌসুম। ইলিশ অভয়াশ্রম এলাকার নদ-নদীতে মার্চ-এপ্রিল দুই মাস এলাকায় জাটকা ছাড়াও অন্যান্য সকল ধরনের মাছ আহরণ, মজুদ, পরিবহন, ক্রয় ও বিক্রয় বন্ধ থাকবে। কিন্তু এ আইন উপেক্ষা করেই চাঁদপুর মেঘনা নদীতে জাটকা নিধনের উৎসব চলছে। নদী থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ধরে নদীর পাড়েই বিক্রি করছেন একশ্রেণীর অসাধু জেলে। তাদের নিধনকৃত এই ছোট ছোট জাটকা এখন শহরের পাড়া-মহল্লায় এবং গ্রামের বাড়ি বাড়ি হকারি করে কেজি দরে বিক্রি করা হচ্ছে। ছবির দৃশ্য চাঁদপুর শহরে পুরাণবাজার এলাকার। অথচ ‘আর ধরবো না জাটকাণ্ডইলিশ খাবো টাটকা, যাঁরা ধরে জাটকা তাদের ধরে আটকা’ চাঁদপুরের জেলা প্রশাসকের এই আহ্বানে জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়েছিলো। সেখানে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ছাড়াও নৌবাহিনী, নৌপুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ ও মৎস্য বিভাগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।