শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

অনলাইন ডেস্ক
ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় অবস্থিত ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিষ্ঠান (ক্যাম্পাস-১)-এর মাঠে নার্সারী হতে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। অনুষ্ঠানটি দুটি ভাগে সম্পন্ন হয়েছে। প্রথম সেশনে উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এবং দ্বিতীয় সেশনে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ৯টায় রোটারিয়ান কাজী শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ। সংবর্ধিত অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহাবুবুর রহমান সুমন এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম আর কে মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রবিউল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মজিবুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, মতলব দক্ষিণ উপজেলার সভাপতি ফারুক আহমেদ বাদল ও চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ নজরুল ইসলাম ও গীতা পাঠ করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কুষাণ চক্রবর্তী। ক্রীড়া শপথ পাঠ করান নবম শ্রেণীর শিক্ষার্থী তসলিম আক্তার। জাতীয় সংগীতের সাথে সাথে অতিথিগণ জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা ও একাডেমির পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। শুরুতেই ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শারীরিক কসরত ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা সম্পন্ন হয়। আকর্ষণীয় ইভেন্ট ছিলো শিক্ষার্থীদের মনোরম যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা এবং অভিভাবক পুরুষ ও নারীর অংশগ্রহণে মজার খেলা প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে সাংবাদিক গিয়াসউদ্দিন মিলনের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলমগির গাজী ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট কবির চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সাইফুদ্দিন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান জুয়েল বলেন, আপনার সন্তানদের দেশকে ভালোবাসতে শিখান, যে সন্তান দেশকে ভালোবাসে সেই সন্তান কোনোদিনও খারাপ হতে পারে না। যে সন্তান দেশকে ভালোবাসে সে

সন্তান নিজের পরিবার ও দেশের মানুষকে ভালোবাসতে বাধ্য। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হয়েছে। আগামী ২০ বছর পর আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে চলতে পারবে বর্তমান প্রজন্ম।

পরে অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদের গলায় মেডেল ও হাতে পুরস্কার তুলে দেন। একাডেমির প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ গোলাম হোসেন টিটোর আয়োজন ও পরিকল্পনায় এবং প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তারের সার্বিক দিক-নির্দেশনায় অনুষ্ঠান পরিচালনা করেন প্রাথমিক শাখার ইনচার্জ অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান ও সাবেক শিক্ষক মোঃ আব্দুর রহমান। সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আসমা খানম, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, রাবেয়া সুলতানা, ফিরোজা বেগম, ফারজানা আরশাদ রুপা, রাহিমা আক্তার, রেজাউল করিম, নাজমুন নাহার, নাজমুন নাহার মিলি, হ্যাপী আক্তার, শিল্পী রাণী ঘোষ, শাহিনা খানম, শুভ্র রক্ষিত, সুমিত কুমার দত্ত, মোহাম্মদ ইসমাইল হোসেন, রুই আজমানিকা, মরিয়ম খানম, সুমি আক্তার, শিমুল তাহাসিন, নাসিমা আক্তার, আইরিন আক্তার, আকলিমা আক্তার, নাসরিন আক্তার, ফাহমিদা জামান, ফাতেমা আক্তার ও মোহাম্মদ মাসুদ রানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়