শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে বন্ধ করা ৫টি ইটভাটা পুনরায় চলছে

স্টাফ রিপোর্টার ॥
ফরিদগঞ্জে বন্ধ করা ৫টি ইটভাটা পুনরায় চলছে

চাঁদপুর জেলায় ৩৮টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন অবৈধভাবে চলছে। সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজার এলাকার কাছাকাছি অভিযান চালিয়ে ৫টি ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অভিযান চালিয়ে বন্ধ করা ইটভাটাগুলো কীভাবে পুনরায় চালু হলো তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়া ভাটাগুলো হলো : পৌরসভা এলাকায় নদীতীর দখল করে মেসার্স চরবসন্ত ব্রিকস, ফসলি জমি ও বাড়িঘরের মাঝে মেসার্স টুবগী ব্রিকস, জনবহুল বাড়ি-ঘর ও ফসলি জমির মাঝখানে মেসার্স ভঙ্গেরগাঁও ব্রিকস, গাজীপুর বাজারে ক’টি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন মেসার্স মাহবুব চেয়ারম্যান ব্রিক ফিল্ড ও মানিকরাজ ব্রিক ফিল্ড। সম্প্রতি জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ৫টি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিলেও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মালিকরা ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে জেলায় বৈধ-অবৈধ মিলিয়ে ৮৯টি ইটভাটা রয়েছে। তন্মধ্যে ৩৮টি ভাটারই কোনো কাগজপত্র নেই। এসব ইটভাটার ধোঁয়া ও ছাইয়ের কারণে বায়ু দূষণে এলাকার মানুষের শ্বাসকষ্ট, আমের মুকুল ঝরে পড়া ও নারিকেল, সুপারি গাছ লাল হয়ে মরে যাচ্ছে।

স্থানীয় কৃষকরা বলেন, এসব ইটভাটার সিন্ডিকেট কৌশলে একটি এলাকায় একটি ফসলি জমির মাটি অধিক গর্ত করে ক্রয় করে। ফলে অধিক গর্তের পার্শ্ববর্তী জমির ফসল উৎপাদন কমে যাওয়ার কারণে, পরবর্তীতে সেই জমির মালিকও তাদের জমির মাটি ইটভাটা সিন্ডিকেটের কাছে বিক্রি করতে বাধ্য হন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (২০১৩) অনুযায়ী আবাসিক ও শিক্ষা প্রতিষ্ঠনের এক কিলোমিটার এলাকায় স্থাপিত ইটভাটা অবৈধ হিসেবে গণ্য হবে। প্রযুক্তি বৈধ হলেও দূরত্বের কারণে সেই ভাটাগুলো অবৈধ হয়ে গেছে।

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, জেলা কার্যালয় থেকে অবৈধ ইটভাটার তালিকা জেলা প্রশাসক ও বিভাগীয় কার্যালয়ে প্রেরণ সাপেক্ষে অভিযান পরিচালনা করা হয়ে থাকে। সেই মোতাবেক গত নভেম্বরে আদালতে একটি সিআর মামলা দায়ের করা হয়েছে। পূর্বের অপরাধের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবৈধ ভাটাগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। অভিযানে ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া ভাটাগুলো চালু করলে তার বিরুদ্ধে পুনরায় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান জানান, সম্প্রতি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তাৎক্ষণিক জরিমানা আদায় ও সতর্ক করা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অমান্যকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়