শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

পুরাণবাজারে ব্যাপকভাবে শহিদ দিবস পালন

বিমল চৌধুরী ॥
পুরাণবাজারে ব্যাপকভাবে শহিদ দিবস পালন

‘সময় আলোকিত হোক একুশের চেতনায়’ এই শ্লোগানকে সামনে রেখে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুরাণবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও পুরাণবাজার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উদযাপন পরিষদ পুরাণবাজার ব্যাপক আয়োজনে দিবসটি পালন করে। একুশের প্রভাতে শিক্ষক, ছাত্র জনতাসহ সর্বস্তরের মানুষ পুরাণবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হতে থাকেন। সকাল ৮টায় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রভাত ফেরি। ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কী ভুলিতে পারি, সালাম সালাম, হাজার সালাম, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীনতার পথ চলাতে’ এমনি হৃদয় নিংড়ানো গানের মধ্য দিয়ে প্রভাত ফেরিটি পুরাণবাজারের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম শেষে পুনরায় মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় মাঠে এসে সারিবদ্ধভাবে জড়ো হয়। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরে বাংলা ভাষাকে অক্ষুণ্ণ রাখা ও দেশ ও জাতির প্রতি আনুগত্য জানিয়ে শপথ বাক্য পাঠ করান পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস। পরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা প্রদান করে এই উদযাপন পরিষদ, ইউনানী তিব্বিয়া কলেজ, মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, হাফেজ মাহমুদা পৌর উচ্চ বিদ্যালয়, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদয়ন কচি-কাঁচা, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, অনুপম নাট্যগোষ্ঠী, রিভারসাইড কিন্ডারগার্টেন, নিউন্যাশন একাডেমী, পুরাণবাজার মার্চেন্টস একাডেমি, লাইসিয়াম কিন্ডারগার্টেনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

একুশের প্রথম প্রহরে ভাই ভাই স্পোর্টিং ক্লাব, সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাকিব মাঝিসহ আরো কয়েকটি সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের মহাসচিব অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নির্মল রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব মমতাজ উদ্দিন মন্টু গাজী, সাংবাদিক বিমল চৌধুরী, মিজানুর রহমান খান বাদল, সদস্য আঃ মজিদ খান ডেঙ্গু, একে আজাদ, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ধ্রুবরাজ বণিক, সদস্য সচিব মোহাম্মদ লিটন সরকার, যুগ্ম আহ্বায়ক কার্তিক সরকার, আবু বকর সিদ্দিক, বিপ্লব দাস কুট্টিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহের নেতৃবৃন্দ।

সন্ধ্যায় শহিদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং স্বদেশ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী ও বঙ্গজ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠির পরিবেশনায় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়