প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নানুপুর পাম্প হাউজে কাজ করতে গিয়ে তিনজন দগ্ধ
চাঁদপুর সেচ প্রকল্পের চরবাগাদী পাম্প হাউজ ( নানুপুর) স্লুইচগেটে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে তিন জন অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনা ঘটে গত বুধবার বিকেলে।
জানা যায়, ওই পাম্প হাউজের প্যানেল বোর্ডে সমস্যা দেখা দিলে বাইরের ইলেক্ট্রিশিয়ান দিয়ে মেরামতের কাজ করানো হয়। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে তিনজন আহত হন। আহতরা হচ্ছেন : সোহেল, মুকুল ও মাহফুজ।
আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে উক্ত সেচ প্রকল্পের মেকনিক্যাল বিভাগের প্রকৌশলী রুহুল আমিন জানান, এ সেচ প্রকল্পের পাম্পের বিভিন্ন মেশিনপত্র অনেক পুরনো হয়ে গেছে। মাঝে মাঝে এসব যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ঠিকাদারের লোকজন কাজ করতে গিয়ে এ সমস্যা হয় বলে তিনি জানান।