প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ প্রকাশের পর
ভাঙ্গা সেতু মেরামত করলো ফরিদগঞ্জ উপজেলা পরিষদ
ফরিদগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ আইলের রাস্তা-গোয়ালভাওড়-বিরামপুর সড়কের জলহক পাটওয়ারী বাড়ির সামনের সেতুটির ভাঙ্গা অংশ মেরামত করেছে উপজেলা পরিষদ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা প্রকৌশল বিভাগ মেরামত করে যানচলাচল উপযোগী করে তোলে।
উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর কণ্ঠকে বলেন, উপরোল্লিখিত সড়কের সেতুটি এমনিতেই নতুন করে নির্মাণ করতে হবে। কিন্তু সেতুর একপাশ ভরাট করে ফেলায় আমাদের নূতন সেতু নির্মাণ প্রক্রিয়া এবং সেচ প্রকল্পের পানি নির্গমন ব্যাহত হচ্ছে। পত্রিকায় সংবাদ প্রকাশের পর ভেঙ্গে যাওয়া অংশ দ্রুত মেরামত করার জন্যে উপজেলা পরিষদ থেকে ব্যবস্থাগ্রহণ করা হয়। বর্তমানে সেটি যানচলাচল উপযোগী করা হয়েছে।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের সাথে চাঁদপুর সদর, হাইমচর ও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সংযোগ রক্ষায় আইলের রাস্তা-গোয়ালভাওর-বিরামপুর-সোলাখালী সড়কটি গুরুত্বপূর্ণ । এই সড়কের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের জলহক পাটওয়ারীর বাড়ির সামনের সেতুটি কিছুদিন পূর্বে ভারী মালামাল পরিবহনকারী গাড়ি চলাচলের সময় সেতুর উপরের একটি অংশ ভেঙ্গে যায়। আস্তে আস্তে গর্তটি বড় আকার ধারণ করে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন গত ১৯ ফেব্রুয়ারি দৈনিক চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়।