শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ২০জন আহত হয়েছে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার রূপসা উত্তর, রূপসা দক্ষিণ এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে ১৫ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা, বদরপুর, রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী, গৃদকালিন্দিয়া বাজার এলাকায়, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চর রামপুর ও হর্ণি দুর্গাপুর গ্রামে মঙ্গলবার সকাল থেকে কুকুড়ের কামড়ের শিকার হয় লোকজন। এর মধ্যে জখম অবস্থায় গৃদকালিন্দিয়ার তাসলিমা (১৬), আনিকা (৩০), লোকমান (৭০), নূরুল ইসলাম (৭০), দক্ষিণ বদরপুরের রাহাত (২০), চর রামপুরের রুহুল আমিন (৭০), চরমান্দারীর তাহমিনা (২১), তাসলিমা (২০), আঃ সাত্তার (৬৫), বারপাইকা গ্রামের রেখা (৪০), বদরপুর গ্রামের খাদিজা (৩৩), হর্ণি দুর্গাপুর গ্রামের রৌশন আরা (৬০), ফারিহা (৩) ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

বারপাইকা এলাকার লোকজন জানান, মঙ্গলবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। অন্তত ২০ জনের বেশি লোক কুকুরের কামড়ের শিকায় হয়েছে বলে শুনেছি। স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে এ সময় অভিভাবকদের ছোটাছুটি করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মুজাম্মেল হোসেন জানান, হঠাৎ করেই মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুড়ের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ১৫জন রোগী চিকিৎসা নিয়েছে। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যপাারে সহযোগিতা করেছে।

রূপসা দক্ষিণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খান জানান, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে কুকুড়ের কামড়ে লোকজন আহত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়