শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ফরিদগঞ্জে শীলা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রাম ওই কিশোরীর বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্তাবস্থায় ১৯ ফেব্রুয়ারি সোমবার রাতে লাশ উদ্ধার করে থানা পুলিশ। শীলা আক্তার ওই গ্রামের মোঃ সাখাওয়াত হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শীলা আক্তার স্থানীয় একটি বিদ্যালয় থেকে গত ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা ফেল করার কারণে চলমান এসএসসি পরীক্ষায়ও অংশ নিচ্ছে। ঘটনার দিন সন্ধ্যায় পড়ালেখা না করার কারণে বাবা-মা তাকে বকাঝকা করে। এতে সে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নিজের রুমের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাকে রাতের খাবার খাওয়ার জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। এক পর্যায়ে তারা জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরিবারের সদস্যরা ডাক-চিৎকার দিলে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) মোঃ শামসুজ্জামান বলেন, শীলার মরদেহ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়