শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ ফোরামের তিনদিনব্যাপী বই মেলা শুরু

৫ জনকে দেয়া হচ্ছে সাহিত্য সম্মাননা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
৫ জনকে দেয়া হচ্ছে সাহিত্য সম্মাননা

ফুড লাভার্স পার্টি সেন্টারে হাজীগঞ্জ ফোরামের আয়োজনে ৩ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। প্রতিদিন মেলায় উপস্থিত থাকছেন হাজীগঞ্জ ও শাহরাস্তির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মেলায় বিদগ্ধ ৫ জন সাহিত্যিককে দেয়া হচ্ছে সাহিত্য সম্মাননা আর ‘প্রতিভার খোঁজে’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লেখকদের দেয়া হবে বিশেষ পুরস্কার। সাহিত্য সম্মাননার জন্যে মনোনীত সাহিত্যিকগণ হচ্ছেন : হাজীগঞ্জের কৃতী সন্তান বিশিষ্ট লেখক কাজী শাহাদাত, সব্যসাচী লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সাহিত্যিক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, কবি অধ্যাপক এসএম চিশতী এবং সাহিত্যিক ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক।

২১ ফেব্রুয়ারিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেলা ১১টায় এই বই মেলায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধকালীন ১নং সেক্টরের কমান্ডার, জীবন্ত কিংবদন্তি, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপস্থিত থেকে উপরোল্লিখিত সাহিত্য সম্মাননা ও বিশেষ পুরস্কার প্রদান করবেন।

গতকাল ১৯ ফেব্রুয়ারি এ বই মেলা শুরু হয়েছে। মেলায় রয়েছে শিশুদের উপযোগী সায়েন্স ফিকশন, কিশোর গল্প, বিখ্যাত কবি-সাহিত্যিকদের বই, গল্প, উপন্যাস, ধর্মীয় বইসহ ডিজিটাল শিক্ষা উপকরণ সম্বলিত বেশ কিছু স্টল।

আজ বইমেলার ২য় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস চন্দ্র শীল। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে ও হাজীগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক।

হাজীগঞ্জে তিনদিনের এ বই মেলায় আগ্রহী সকলকে উপস্থিত থেকে মেলাকে প্রাণবন্ত করার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলায় সব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাজীগঞ্জ ফোরামের সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ। কাল বুধবার শেষদিন সাহিত্য সম্মাননা জ্ঞাপন ও ‘প্রতিভার খোঁজে’ প্রতিযোগীদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়