শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বাগাদীর চাঁদপুর গ্রামে ডাকাতিয়ার ভাঙ্গন

এলাকাবাসীর মাঝে আতঙ্ক

সোহাঈদ খান জিয়া ॥
বাগাদীর চাঁদপুর গ্রামে ডাকাতিয়ার ভাঙ্গন

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান গাজী জগলুর বাড়ির সামনে ডাকাতিয়া নদীর পাড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাত ২টার সময় হঠাৎ ভাঙ্গন শুরু হয়। মুহূর্তের মধ্যে প্রায় দেড়শ’ মিটার জায়গা বিভিন্ন প্রজাতির গাছসহ ডাকাতিয়া নদীতে দেবে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাতের বেলা হঠাৎ করে ডাকাতিয়া নদীর পাড়ের প্রায় দেড়শ’ মিটার জায়গা নদীতে তলিয়ে গেছে। নদীর পাড় ভেঙ্গে দেবে গেছে। পানি বৃদ্ধি ফেলে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পাবে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ, মসজিদ, কেয়ারের সড়ক ও বসতবাড়ি ভেঙ্গে যাবে। হঠাৎ করে ডাকাতিয়ার ভাঙ্গনের ফলে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। শুষ্ক মওসুমে ডাকাতিয়া নদীতে এভাবে ভাঙ্গন দেখা যাবে আমরা তা ভাবতে পারি না। যে কোনো সময় ভাঙ্গন বৃদ্ধি পেতে পারে।

এ স্থানের ভাঙ্গন ঠেকানোর জন্যে সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনো তা বাস্তবায়ন হচ্ছে না বলে স্থানীয়রা জানায়।

৭১নং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন পাটোয়ারী বলেন, ডাকাতিয়া নদীর ভাঙ্গন বৃদ্ধি ফেলে ৪/৫ ফুট জায়গা ভেঙ্গে গিয়ে পুকুর ও পুকুর সংলগ্ন আমার বিদ্যালয়, সরকারি সড়ক, মসজিদ ও বসতবাড়ি ভেঙ্গে যাবে। ভাঙ্গন থেকে রক্ষার জন্যে মাননীয় সমাজকল্যাণমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।

স্থানীয় লোকজন বলেন, রামচন্দ্রপুর গ্রামের জংশর খান বাড়ি হতে ভাঙ্গনকৃত স্থানসহ মোস্তাফা হুজুরের বাড়ি পর্যন্ত ভাঙ্গন রক্ষাকল্পে এখনই ব্যবস্থা নেয়া একান্ত জরুরি। যে কোনো মুহূর্তে ডাকাতিয়ার ভাঙ্গনে স্কুল, মসজিদ, খেয়াঘাট ও বাড়িঘর ডাকাতিয়া নদীতে বিলীন হয়ে যাবে।

বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান গাজী জগলু বলেন, রোববার দিবাগত রাত ২টার সময় হঠাৎ করে ডাকাতিয়া নদীতে আমার বাড়ির সম্মুখে প্রায় দেড়শ’ মিটার ভেঙ্গে দেবে যায়। আরো ৪/৫ ফুট জায়গা ভেঙ্গে গেলে পুকুরের সাথে মিলিত হলে পুকুর সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, ঈদগাহ, কেয়ারের সড়ক ও বসতবাড়ি ভেঙ্গে যাবে। জরুরিভাবে ভাঙ্গন ঠেকানো প্রয়োজন। আমরা ভাঙ্গন আতঙ্কে রয়েছি।

বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাাল বলেন, ভাঙ্গনের কথা শুনেছি। ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলবো। যাতে ভাঙ্গন আর বৃদ্ধি না পায় সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁকে অনুরোধ জানাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়