প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জেলা প্রশাসকের শাহরাস্তি উপজেলা পরিদর্শন
শাহরাস্তি উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। গতকাল ১৯ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শাহরাস্তি উপজেলাধীন সূচীপাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়, মডেল মসজিদ নির্মাণাধীন স্থান এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সবশেষে শাহরাস্তি উপজেলার ঋণগ্রহীতা ও নারীদের স্বাবলম্বী করতে বিনা সুদে বিনিয়োগ ঋণ ও ক্ষুদ্র ঋণ প্রদান এবং কোমলমতি শিক্ষার্থীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।