শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

পুরাণবাজারে মাতৃভাষা দিবস আবৃত্তি প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥
পুরাণবাজারে মাতৃভাষা দিবস আবৃত্তি প্রতিযোগিতা

পুরাণবাজার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১৮ ফেব্রুয়ারি রোববার আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ধারাবাহিক পথচলার পঞ্চান্ন বছর। ‘সময় আলোকিত হোক একুশের চেতনায়’ এই প্রতিপাদ্যে এদিন বিকেল সাড়ে তিনটায় মধুসূদন উচ্চ বিদ্যালয় হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুরাণবাজার ডিগ্রি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক দুলাল চন্দ্র দাস।

উদযাপন পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যপরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকরাম খান।

প্রতিযোগিতা উপ-পরিষদের আহ্বায়ক ধ্রুব রাজ বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব মমতাজ উদ্দিন মন্টু গাজী, মিজানুর রহমান খান বাদল, প্রতিযোগিতা উপ-পরিষদের সদস্য সচিব ইয়াকুব বিন সাইদ লিটন। বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক ও আবৃত্তিকার লিপি দাস এবং আবু বকর সিদ্দিক।

উদযাপন পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান জানান, একুশে ফেব্রুয়ারি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাঁদপুর পৌরসভার সহযোগিতায় আমাদের কেন্দ্রীয় শহিদ মিনার প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন প্রতিযোগিতাও শেষ হয়েছে। জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একুশ ফেব্রুয়ারি উদযাপন কর্মসূচি শুরু হবে। এরপর প্রভাত ফেরি, শপথ অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ। বিকেলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়