প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর শহরের বকুলতলায় চোরের উপদ্রব
চাঁদপুর শহরের বকুলতলায় ক’দিন ধরে বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। চোরের উপদ্রবে এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। বকুলতলা এলাকার এক নারীর সাথে কথা হলে তিনি জানান, প্রায়ই নারীদের জামা অথবা ওড়নাসহ বিভিন্ন জিনিস চুরি হয়ে যায়। এই বকুলতলা এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুল আছে। অনেক সুনামের সাথে স্কুলটি পরিচালিত হচ্ছে। কিন্তু ঐ স্কুলে কয়েকদিন পর পর চুরির ঘটনা ঘটছে সুনাম নষ্ট করার জন্যে। এই বিষয়ে স্কুলের শিক্ষকদের সাথে কথা হলে তারা বলেন, চোর চক্রের কারণে স্কুলটি পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। কারণ স্কুলের ব্যবহৃত জিনিসপত্র চোরের দল তাদের সুযোগ-সুবিধা মতো চুরি করে নিয়ে যায়। এ পর্যন্ত স্কুলটি থেকে ফ্যান, বিদ্যুতের তার, পাইপ, এমনকি স্কুলের ঘন্টা চুরি করে নিয়ে যায়। এছাড়া বেশ ক’দিন আগে প্রতারক চক্র এই স্কুলের নাম ব্যবহার করে এক ডেকোরেটরের আসবাবপত্র বিক্রি করে লাপাত্তা হয়ে যায়। এছাড়া তারা চিন্তিত আছেন কখন আবার চোরেরা ফিক্সড করা স্টিলের পতাকা স্ট্যান্ড কেটে চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে কর্তৃপক্ষ।