প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে শহীদ মিনার
২১ ফেব্রুয়ারি বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবারের মতো এবারও শ্রদ্ধা জানাতে শিল্পীর আল্পনায় সাজবে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনার।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রাণ ফিরে পেয়েছে চাঁদপুর জেলা শহরের প্রথম শহীদ মিনার পুরাণবাজার মধুসূদন হরিসভা স্কুল মাঠ এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। চাঁদপুর পৌরসভার উদ্যোগে এবং স্থানীয় শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের তত্ত্বাবধানে এখন পুরোদমে চলছে সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রংয়ের কাজ। বেদীতে আঁকা হয়েছে আলপনা। রং মিস্ত্রির রঙের তুলিতে সাজিয়ে তোলা হচ্ছে মিনার প্রাঙ্গণ। চারপাশের দেয়ালগুলোতেও রঙের আঁচড়। ছবিতে সেই দৃশ্য দেখা যাচ্ছে। উল্লেখ্য, ‘সময় আলোকিত হোক একুশের চেতনায়’ এই প্রতিপাদ্যে বাহান্ন থেকে একাত্তরের গৌরবগাঁথা উত্তাল দিনগুলোকে স্মরণ এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছে চাঁদপুর পুরাণবাজার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ। তাদের ধারাবাহিক পথচলার ৫৫ বছর পূর্ণ হতে চলেছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।