প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
৪০ দিনেও খোঁজ মিলেনি বৃদ্ধা কল্যাণী রাণীর
কল্যাণী রাণী দেওয়ানজী (৭০) নামের এক বৃদ্ধার ৪০ দিনেও খোঁজ মিলেনি। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় গত বছরের ৯ ডিসেম্বর তার ছেলে গোপাল চন্দ্র দেওয়ানজী একটি সাধারণ ডায়েরি করেন। কল্যাণী রাণী দেওয়ানজী হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামের দেওয়ানজী বাড়ির গোবিন্দ চন্দ্র দেওয়ানজীর স্ত্রী।
হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, কল্যাণী রাণী দেওয়ানজী (৭০) গত ৭ ডিসেম্বর সকাল ৬টার সময় বসত বাড়ি থেকে বের হয়ে অদ্যাবধি বাড়িতে আসেননি। সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে কোথাও পাওয়া যায়নি।
কল্যাণী রাণী দেওয়ানজীর উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকৃতি, তিনি চাঁদপুর জেলার আঞ্চলিক ভাষায় কথা বলেন।