প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাজীগঞ্জ ফোরামের ৩ দিনব্যাপী বই মেলা শুরু হচ্ছে আজ
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জ ফোরামের আয়োজনে ৩ দিনব্যাপী বই মেলা শুরু হতে যাচ্ছে আজ ১৯ ফেব্রুয়ারি সোমবার অপরাহ্নে। ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ফুড লাভার্স পার্টি সেন্টারে এ বই মেলা হচ্ছে।
মেলায় থাকবে শিশুদের বই, সাইন্স ফিকশন, কিশোর গল্প, বিখ্যাত কবি-সাহিত্যিকদের রচিত বই, গল্প, উপন্যাস, ধর্মীয় বই ও ডিজিটাল শিক্ষা উপকরণ। বিভিন্ন বইয়ের উপর বিশেষ ছাড় দেয়া হবে বলে ফোরামের একটি সূত্রে জানা গেছে। হাজীগঞ্জে ৩ দিনের এ বই মেলায় হাজীগঞ্জের বিশিষ্টজনকে উপস্থিত থেকে মেলাকে প্রাণবন্ত করার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে। হাজীগঞ্জের কৃতী সন্তান হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুবুল-উল-আলম লিপন আজকের বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ফোরামের সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমদ।