শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে মোঃ সাব্বির আহম্মেদ শুভ (১৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ ফেব্রুয়ারি শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরে ১৮ ফেব্রুয়ারি রোববার সকালে মরদেহ জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। মৃত সাব্বির আহম্মেদ শুভ ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বরিশাল জেলাধীন মুলাদী থানার টোংচর গ্রামের স্থানীয় বাসিন্দা জিহাদের একমাত্র ছেলে।

সাব্বির আহম্মেদ শুভর বাবা জিহাদ জানান, তিনি গত প্রায় ৭ বছর ধরে ফরিদগঞ্জ বাজারে হাজী নান্না বিরিয়ানী নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। ব্যবসার সুবাদে ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের একটি ভাড়া বাসাতে পরিবার নিয়ে তিনি বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাত সাড়ে ১১টার সময় দোকান বন্ধ করে বাসায় ফিরে দেখেন ছেলে শুভর রুমের ভেতর থেকে দরজা বন্ধ। দীর্ঘ সময় ডাকাডাকি করে দরজা না খোলায় দরজা ভেঙ্গে তার রুমে প্রবেশ করে দেখেন, তার ছেলে জানালার গ্রিলের সাথে পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো বলেন, ময়না তদন্ত শেষে আমার ছেলের মরদেহ বরিশাল জেলাধীন মুলাদী থানার টোংচর গ্রামে আমার পৈত্রিক বাড়িতে নিয়ে কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক একরামুল হক বলেন, সাব্বির আহম্মেদ শুভর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে মৃত্যুর কারণ জানার জন্যে জেলা সদর হাতপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়