প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কচুয়ায় হাজী ইদ্রিস মুন্সীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের প্রয়াত বাবা হাজী ইদ্রিস মুন্সির ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলার নলুয়া চন্দ্রবান বিবি জামে মসজিদে কোরআন খতম, দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে মরহুমের নামে স্থাপিত ইদ্রিস শিশু সদন ও এতিমখানায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম সওদাগর, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা সোলাইমান মিয়াজীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মুহাম্মদ আবুল হাশেম শাহ মিয়াজী।