প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানের মা সৈয়দী বেগম (৬০) গতকাল শনিবার দুপুর ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি...রাজিউন)। তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে-মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা তথা রাত ৮টায় সদর উপজেলার চাঁদখাঁর বাজার ঈদগাহে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার গ্রামের বাড়ি চাঁদ খাঁর বাজার খান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।