প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলবে যুবকের পুরুষাঙ্গ কেটে হত্যার চেষ্টা
মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের নইমুদ্দিন মিজি বাড়িতে মোবাইল ফোনে ডেকে এনে পূর্ব পরিকল্পিতভাবে একই ইউনিয়নের বহরী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আবু বকর (৩৫) নামে এক যুবককে হত্যার চেষ্টা করেন ওই বাড়ির শাহজাহান ও তার স্ত্রী সারমিন।
গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ডিঙ্গাভাঙ্গা নইমুদ্দিন মিজি বাড়িতে ডেকে এনে শাহজাহান ও তার স্ত্রী শারমিন আবু বকরকে পাশের বিলে নিয়ে গিয়ে তার হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কেটে ফেলে এবং হত্যার চেষ্টা করে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। রক্তাক্ত আহত আবু বকরের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে তারা আহতকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে আবু বকর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
ওই বাড়ি ও আশপাশের একাধিক ব্যক্তি জানান, আবু বকরের সাথে শাহজাহানের স্ত্রী শারমিনের অবৈধ সম্পর্ক ছিলো। শাহজাহান দীর্ঘদিন প্রবাসে থাকার পর ৪/৫ মাস পূর্বে দেশে আসেন। বিষয়টি শাহজাহান জানতে পেরে স্ত্রীকে জিজ্ঞেস করলে শারমিন বিষয়টি অস্বীকার করে। তাই শারমিনকে দিয়ে ফোন করে কৌশলে তাদের বাড়িতে নিয়ে আসে আবু বকরকে।
এদিকে বহরী গ্রামের একাধিক ব্যক্তি এবং ওই ওয়ার্ডের মেম্বার কামাল গাজী বলেন, আবু বকরদের সাথে ডিঙ্গাভাঙ্গা গ্রামের শাহজাহান মিজিদের সাথে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছে। তাই পরিকল্পিতভাবে আবু বকরকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনাটি ঘটিয়েছে তারা। সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থল থেকে কেটে ফেলা পুরুষাঙ্গের অবশিষ্ট অংশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান বলেন, আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমি আল্লার কাছে প্রার্থনা করি ছেলেটা যেন সুস্থ হয়ে যায়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।