শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রূপসায় খাস ভূমি দখল করে পাকা দোকান নির্মাণ

ফরিদগঞ্জ ব্যুরো ॥
রূপসায় খাস ভূমি দখল করে পাকা দোকান নির্মাণ

ফরিদগঞ্জের রূপসা বাজারে সরকারি খাস ভূমিতে অবৈধভাবে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সরকারি ছুটির দিনে ভবন নির্মাণের কাজ করে চলছে। ইতিমধ্যেই একটি ভবনের কাজ প্রায় শেষ করে ফেলেছে এবং অপর একটির কাজ চলমান। সর্বশেষ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাজ চলাকালীন স্থানীয় ভূমি কর্মকর্তার নির্দেশে লোকজন নির্মাণ কাজ বন্ধ করে দিলেও পুনরায় তা শুরু হতে পারে।

জানা গেছে, রূপসা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী রূপসা বাজারের মাছ বাজারে জনৈক নূরু মেম্বার গত কয়েক মাস ধরে আস্তে আস্তে সরকারি খাস ভূমিতে পাকা দোকান নির্মাণ করে আসছেন। অন্যদিকে পশ্চিম বাজারে জনৈক সুমন ও আরব আলী পাকা ভবন নির্মাণ করছেন। গত শুক্রবার তারা ওই ভবনের একতলার ছাদের ঢালাই সম্পন্ন করেছে।

স্থানীয় লোকজন জানান, ব্যবসায়িক এলাকা হিসেবে রূপসা বাজার উপজেলার সমৃদ্ধ স্থান। এখানকার এক শতক জমির মূল্য অনেক। সেজন্যে সরকারি খাস জমি কৌশলে দখল করছে একটি চক্র। এর সাথে সংশ্লিষ্ট কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা যায়, ২৬৯নং দাগে সরকারি খাস ভূমি রয়েছে ১৪ শতক। ওই ১৪ শতকের একটি অংশে স্থানীয় নূরু মেম্বার নির্মাণ কাজ করছে। অন্যদিকে সুমন ও আরব আলীর ভবনের সামনেও সরকারি খাস ভূমি রয়েছে বলে তারা জানান। ওই ভূমি নিয়ে একটি মামলায় সরকার পক্ষ হেরে গেছে। এ নিয়ে আপিল করা হবে বলে অফিস জানায়।

এ ব্যাপারে রূপসা উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নূরু মেম্বারকে বারবার বাধা দিলেও তিনি নিষেধ উপেক্ষা করে সরকারি ছুটির দিনে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। আমরা বাধা দিলেও তিনি নির্মাণ কাজ বন্ধ করছেন না। তিনি যেই দলিল দেখাচ্ছেন মূলত তা অন্য স্থানে। আমরা ইতিমধ্যে উচ্ছেদের মামলা করেছি। অপরদিকে পশ্চিম বাজারের সুমন ও আরব আলী ভবনের নির্মাণ কাজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দিয়েছি।

পশ্চিম বাজারের ভবন নির্মাণ বিষয়ে আরব আলী ও সুমন জানান, তারা যে ভূমিতে ভবন নির্মাণ করছেন, সেখানে কোনো খাস ভূমি নেই। অন্যদিকে মাছ বাজারে নূরু মেম্বার কর্তৃক নির্মাণ করা ভবনটি তার জায়গা বলে তিনি দাবি করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়