প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাইমচরে কোস্টগার্ডের অভিযানে ৯৫ মণ জাটকা জব্দ
হাইমচরের চরভৈরবী মৎস্য আড়ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮শ’ কেজি (৯৫ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন, চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার সাঃ লেঃ ফজলুল হকের নেতৃত্বে চরভৈরবী মৎস্য আড়ত সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৫ মণ জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।
পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।