প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণ পরবর্তী র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর-কক্সবাজার আনন্দ ভ্রমণ পরবর্তী র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে পরিচিত একটি সংগঠন ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন। তারা মাঠ পর্যায়ের সাংবাদিক। সংগঠনের মাধ্যমে কর্মীরা সুসংগঠিত হয়। তিনি আরো বলেন, মাঠ পর্যায়ের আরও সাংবাদিক আছেন, তাদেরকেও সংগঠনের নিয়ম অনুযায়ী নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সহ-সভাপতি রহিম বাদশা ও সোহেল রুশদী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ওমর পাটওয়ারী, টেলিভিশন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি রিয়াদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।
সংগঠনের সভাপতি এমএ লতিফ ও সাধারণ সম্পাদক মোঃ শাওন পাটওয়ারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, মোহাম্মদ মাসুদ আলম, কেএম মাসুদ প্রমুখ। র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার পান অভিজিৎ রায়, দ্বিতীয় পুরস্কার পান মোঃ শাওন পাটওয়ারী ও তৃতীয় পুরস্কার পান মোঃ ইব্রাহীম খান।
অনুষ্ঠানে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়নের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, টেলিভিশন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি রিয়াদ ফিরদাউস ও সাধারণ সম্পাদক কাদের পলাশ এবং বিশেষ অতিথি মোঃ ওমর পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ গত ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদপুর থেকে কক্সবাজারে ভ্রমণ করেন। সংগঠনের নেতৃবৃন্দ আনন্দঘন মুহূর্তে না ফেরার দেশে চলে যাওয়া সহকর্মীদের পরিবারের মাঝে আনন্দ ভ্রমণ উপলক্ষে পঞ্চাশ কেজি ওজনের এক বস্তা করে চাল বিতরণ করেন। এ সামান্য উপহার পেয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ওই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।