প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ভাষাসৈনিক অ্যাডঃ আবুল ফজলের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য অ্যাডঃ আবুল ফজলের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবরের বাসভবনে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার। মিলাদ পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীরজাদা মাওলানা খাজা জুবায়ের।
মিলাদ ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদ, সমাজসেবক এএসএম শফিকুর রহমান, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আবু বক্কর সিদ্দিকীসহ আইনজীবী, স্থানীয় এলাকাবাসী ও মুসল্লি এবং বিভিন্ন মসজিদের ইমামগণ।
মরহুমের বড় ছেলে অ্যাডঃ সেলিম আকবর জানান, আমার বাবার মৃত্যুবার্ষিকী ১৩ ফেব্রুয়ারি ছিলো। বাবার মৃত্যুবার্ষিকী এবং আমার মা, আমার ছোট ভাই-তার স্ত্রী, আমার মামাসহ আত্মীয়-স্বজনদের স্মরণেই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।