প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
খাজে আহমেদ মজুমদারের পিতা
আওয়ামী লীগ নেতা আবুল কালাম মজুমদারের ইন্তেকাল
ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নিবেদিতপ্রাণ প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল কালাম মজুমদার (৭০) আর বেঁচে নেই। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদারের পিতা। গত বুধবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চাঁদপুরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আওয়ামী লীগ নেতা আবুল কালাম মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ ও ফরিদগঞ্জ রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ কামরুল হাসান সাউদ।
শুক্রবার রাতে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।