প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলব উত্তরে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি গ্রেফতার
৩০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নস্থ কালিপুর বাজার ট্রলার ঘাট এলাকা থেকে গাঁজাসহ এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা ক্যারিং ব্যাগ ও নেভী ব্লু রংয়ের ব্রীফকেইস তল্লাশি করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার মূল্য অনুমান ছয় লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মাসুদ রানা ওরফে রানা (২৫)।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে গাঁজা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অবৈধভাবে বিক্রি করে আসছিলো।
তার বিরুদ্ধে মতলব উত্তর থানার মামলা নং-১৬, তারিখণ্ড১৬ /০২/২০২৪খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬ (১) সারণির ১৯(খ) রুজু করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএমণ্ডএর দিক-নির্দেশনায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্স উক্ত মাদক অভিযান পরিচালনা করেন। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।