শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সরস্বতী পূজা সম্পন্ন

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

বিমল চৌধুরী ॥
বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

উৎসবমুখর পরিবেশে সস্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞানের দেবী, সৌহার্দ্যরে দেবী, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। ১৪ ফেব্রুয়ারি সকালে পূজা মণ্ডপে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ নিজেদের সুখ, শান্তি আর ঐশ্বর্য কামনা করে দেবী চরণে অঞ্জলি প্রদান করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ সকল বয়সের ভক্তবৃন্দ। রাতে প্রতিমা দর্শন ও গতকাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সরস্বতী পূজার ইতি টানেন আয়োজকগণ।

সরস্বতী দেবী জ্ঞান ও বিদ্যার দেবী হওয়ায় সনাতন ধর্মাবলম্বী সকলেই এই পূজায় অংশ নিয়ে থাকেন সমানভাবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসা-বাড়ি, ক্লাব, সংঘ সকল স্থানেই প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠিত হলেও সরস্বতী পূজা আয়োজনের ক্ষেত্রে চাঁদপুরে রয়েছে একটি অনন্য ঐতিহ্য। পূজার পরদিন শতাধিক প্রতিমা সহকারে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এই বছরও তার ব্যত্যয় ঘটেনি। গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকে প্রতিমা সহকারে পূজারীগণ। তাদের সাথে থাকা বাদ্য বাজনা আর সাউন্ড সিস্টেমের বাজনায় মুখরিত হয়ে উঠে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসহ আশপাশের এলাকা। মুসলিম ভাইদের প্রতি সম্মান জানিয়ে নামাজের সময়কে অতিবাহিত করে সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়। তিনি পূজা পরিষদের সুশৃঙ্খল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং চাঁদপুরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজার শোভাযাত্রার সফলতা কামনা পূর্বক পূজার আয়োজনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী (পিপি), জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক কার্তিক সরকার, যুগ্ম সম্পাদক লিটন মজুমদার, সদস্য বিকাশ মজুমদার টিটু, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, সহ-সভাপতি ডাঃ পিযুষ সাহা, মহিলা সম্পাদিকা মাধবী সাহা, রামকৃষ্ণ আশ্রমের সাবেক সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র সাহা (দেবু), পূজা পরিষদ নেতা বীর মুক্তিযোদ্ধা নির্মল রায়, সদস্য মানিক ঘোষ, উত্তম কুমার দে, সুকান্ত ঘোষ, তাপস রায়সহ আগত পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।

উদ্বোধনী পর্ব শেষ হতে না হতেই কোনো পূর্বাভাস ছাড়াই শুরু হয় দমকা হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৈরী আবহাওয়ার মধ্যেই জেলা, সদরসহ পৌর পূজা পরিষদ নেতৃবৃন্দের আন্তরিকতায় শুরু হয় চাঁদপুরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজার বর্ণাঢ্য শোভাযাত্রা।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেই নারী-পুরুষ সম্মিলিত হয়ে তাদের আনন্দ নৃত্যের মধ্য দিয়ে শোভাযাত্রায় এগিয়ে চলে শহরের কালীবাড়ি মন্দিরের পূজা মণ্ডপ, প্রেসক্লাব রোডের স্বস্তিক সংঘ, প্রতাপ সাহা রোডের মায়ের আশীর্বাদ সংঘ, নতুনবাজার কদমতলা লোকনাথ সংঘ, প্রতাপ সাহা রোড দুর্গা মন্দির, নতুনবাজার ঘোষপাড়া সবুজ সাথী পূজারী সংঘ, চৌধুরী পাড়া শ্রী মা সংঘ, জোড়পুকুর পাড় পূজারীবৃন্দ, কুন্ডের বাড়ি গুয়াখোলা পূজারীবৃন্দ, পুরাণবাজার দাসপাড়া শিব মন্দির, নতুনবাজার পালপাড়া শীতলা মায়ের মন্দির, মুন্সেফ পাড়া স্বরবাণী সংঘসহ আরো কয়েকটি পূজা মণ্ডপ। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম শেষে কালীবাড়ি মোড় হয়ে স্ব স্ব পূজা মণ্ডপে ফিরে যায়। শেষ হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা।

শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা সম্পন্ন হওয়ায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল কুমার সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক সুমন সরকার জয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পত্রিকার সম্পাদক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ পূজা আয়োজনকারী ও মন্দিরের ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে চাঁদপুরে অনুষ্ঠিতব্য সকল ধর্মীয় আচার অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়