প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে এসএসসি দাখিল ভোকেশনালে অনুপস্থিত ৪০
২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার হাজীগঞ্জে মোট অনুপস্থিত ছিলো ৪০জন শিক্ষার্থী। উপজেলার ১৫টি কেন্দ্র পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চলিত বছর এসএসসি পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২৫২ জন, উপস্থিত ছিলেন ৩২২৮ জন ও অনুপস্থিত রয়েছেন ২৪ জন। দাখিলের ৩টি কেন্দ্রের মধ্যে মোট পরীক্ষার্থী ১০৮৬ জন, উপস্থিত ছিলেন ১০৭২ জন, অনুপস্থিত রয়েছেন ৩ জন। এসএসসি ভোকেশনালে ২টি কেন্দ্রের মধ্যে মোট পরীক্ষার্থী ৩৭১ জন, অংশ নিয়েছেন ৩৬৯ জন, অনুপস্থিত রয়েছেন ২ জন। পরীক্ষা কেন্দ্রগুলোতে বোর্ড রুটিন অনুযায়ী এদিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।