প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুতি সভা
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের নামে ‘মুহম্মদ শফিকুর রহমান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হচ্ছে। উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্ট আয়োজনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও মৌলি মন্ডলের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক নূুরুন্নবী নোমানের পরিচালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিএস তসলিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, বেলায়েত হোসেন, আলমগীর হোসেন রিপন ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন এবং উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুন্নবী নোমান জানান, এমপি মহোদয়ের নামে এই টুর্নামেন্টে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার একটি করে দল অংশগ্রহণ করবে। আগামী ১৯ ফেব্রুয়ারি সোমবার পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন জানান, মাননীয় এমপি মহোদয় ফরিদগঞ্জ উপজেলাকে মাদক ও সামাজিক অপরাধমুক্ত করতে বদ্ধপরিকর। সেজন্যে যুবসমাজকে ক্রীড়ামুখী করতে মুহম্মদ শফিকুর রহমানের নামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার। আশা করছি, এই টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করা সম্ভব হলে ভবিষ্যতে আরো অনেক কিছুই করা সম্ভব হবে।