প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তু‘তি সভা
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকল্পে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহিবুল্লাহ সৌরভ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, প্রেসক্লাব সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।
সভায় ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুদিনব্যাপী বই মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সুধীজন, জনপ্রতিনিধি ও বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।