প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মেঘনা পাড়ি দিয়ে চরাঞ্চলের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া---
গতকাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা দিতে মেঘনা নদী বেষ্টিত চাঁদপুর জেলার চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পরীক্ষার্থীদের বিরাট নদীপথ পাড়ি দিয়ে উপজেলা সদর পরীক্ষা কেন্দ্রে যেতে হয়। হাইমচর উপজেলার মেঘনার পশ্চিম পাড়ে নীলকমল ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের ঈশানবালাস্থ মালেরহাট যুব সংঘ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষকগণ বিশাল মেঘনা নদী পাড়ি দিয়ে এভাবেই হাইমচর উপজেলা সদরস্থ পরীক্ষা কেন্দ্রে রওনা হয়। ছবিতে সেই দৃশ্য দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।