প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
২১টি মামলার আসামি
ফরিদগঞ্জে মাদক কারবারি আটক
একশ’ পিচ ইয়াবাসহ মোঃ শরীফ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। আটককৃত ব্যক্তির বাড়ি গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে। মঙ্গলবার রাতে থানা পুলিশ তাকে আটকের পর বুধবার তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের পশ্চিম ষোলদানা গ্রামের খাজুরিয়া-আষ্টা বাজার সড়কের ষোলদানা এলাকায় অভিযান করে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি টিম। এ সময় তারা সন্দেহজনকভাবে শরীফ হোসেনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শরীফ জানায় সে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক, চুরি ও অন্যান্য মামলাসহ মোট ২১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। মাদক আইনে মামলা দায়েরপূর্বক বুধবার তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।