শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর পৌর পূজা পরিষদের শিক্ষা উপকরণ বিতরণকালে সুদীপ্ত রায়

বিদ্যাদেবীর কাছে প্রার্থনা, আমরা যেনো সুশিক্ষা গ্রহণের মধ্য দিয়ে বড় হতে পারি

বিমল চৌধুরী ॥
বিদ্যাদেবীর কাছে প্রার্থনা, আমরা যেনো সুশিক্ষা গ্রহণের মধ্য দিয়ে বড় হতে পারি

বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নতুনবাজারস্থ শ্রী শ্রী লোকনাথ মন্দির পূজামণ্ডপ, পুরাণবাজার দাসপাড়াস্থ স্মৃতিসংঘ পূজামণ্ডপ, হরিসভা মন্দির কমপ্লেক্সস্থ মা সংঘ পূজামণ্ডপসহ কয়েকটি পূজামণ্ডপে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে পুরাণবাজার দাসপাড়া স্মৃতিসংঘ পূজামণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়।

তিনি পূজা উদযাপনে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জ্ঞান ও সৌহার্দ্যরে দেবী সরস্বতী। আমরা ব্যাপক আয়োজনে শারদীয় দুর্গোৎসব পালন করে থাকি, সেই তুলনায় সরস্বতী পূজার আয়োজনও অনেক। এই পূজার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে আমাদের শিক্ষার্থী সন্তানগণ। সরস্বতী দেবী বিদ্যার দেবী হওয়ায় সকল সময়ই শিক্ষার্থীগণ মনে-প্রাণে মা সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন। তারপরও প্রতি বছর শ্রী পঞ্চমী তিথিতে ব্যাপক আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই বছর পূজার পরদিন এসএসসি পরীক্ষা থাকায় উচ্চশব্দের বাদ্য-বাজনার ক্ষেত্রে কিছুটা বাধ্য-বাধকতা রাখা হয়েছে। পরীক্ষার্থীরা আমার, আপনারই সন্তান। তাদের ভালো ফলাফলে সকল অভিভাবকই খুশি হবেন। তিনি আগামী ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণের সফলতা কামনা করেন এবং সুশিক্ষা গ্রহণের মধ্য দিয়ে আমরা যেনো যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে পারি, সেজন্যে বিদ্যাদেবীর কাছে প্রার্থনা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। তিনি শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনসহ আজ বিকেল ৩টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে চাঁদপুরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজার বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রতীমা সহকারে অংশগ্রহণ করার জন্যে পূজারীদের প্রতি অনুরোধ জানান।

পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহার সভাপ্রধানে ও সাধারণ সস্পাদক সুমন সরকার জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডাঃ পিযূষ সাহা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়