বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে অজ্ঞাত রোগে ১০ মাদ্রাসা ছাত্রী অসুস্থ

কামরুজ্জামান টুট্লু ॥
হাজীগঞ্জে অজ্ঞাত রোগে ১০ মাদ্রাসা ছাত্রী অসুস্থ

হাজীগঞ্জে অজ্ঞাত রোগে ১০ মাদ্রাসা ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ সবাইকে চিকিৎসা দিতে হয়েছে। বুধবার মাদ্রাসার বিরতি চলাকালে এ ঘটনা ঘটে উপজেলার বাকিলা ফাজিল মাদ্রাসায়। অসুস্থ সবাই ১০ম, ৯ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন ১০ শ্রেণির ইতি, সুমাইয়া, ৯ম শ্রেণির হামিদা, শারমিন, জান্নাত, ফাতেমা রাশিদা, ৮ম শ্রেণির হালিমা ও রহিমা।

প্রত্যক্ষদর্শী ৮ম শ্রেণির নাজমা জানান, বিরতির সময় আমরা কমনরুমে নামাজ পড়ার সময় হঠাৎ করে শারমিন কাঁপতে কাঁপতে শ্বাসকষ্টে ভুগতে দেখা যায়, এর পর হালিমাসহ অনেকজন অসুস্থ হয়ে পড়ে।

মাদ্রাসার অভিভাবক নজরুল ইসলাম লিটন জানান, মেয়ে অসুস্থ হওয়ার খবর পেয়ে আড়াইটার দিকে মাদ্রাসায় এসে দেখি, মেয়েকে মাদ্রাসার পাশের একটি ফার্মেসীতে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

প্রাথমিক চিকিৎসা দেয়া গ্রাম চিকিৎসক হাফেজ মনির হোসেন জানান, অসুস্থ সবার শ্বাসকষ্ট দেখা গেছে। আমরা সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

মাদ্রাসা অধ্যক্ষ ওমর ফারুক জানান, বিরতির সময় এক এক করে প্রায় ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে সবার অভিভাবককে খবর দিয়ে আনা হয়েছে। এখন সবাই সুস্থ আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি দেখার জন্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়