প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী
মোঃ দেলোয়ার হোসেন মজুমদারের চুক্তিভিত্তিক নিয়োগ
চাঁদপুরের কৃতী সন্তান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার চাকুরি থেকে অবসরগ্রহণ করেন গত ১১ ফেব্রুয়ারি। অবসরগ্রহণের ১ দিন পর গত ১২ ফেব্রুয়ারি ২ বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত পত্রে চলতি ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের মেয়াদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক তাঁকে নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদারের ছোট ভাই মোহাম্মদ মোশারফ হোসাইন চাঁদপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত।