প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু
জেলার ৭৭ কেন্দ্রে পরীক্ষার্থী ৩৬ হাজার ৬১২
চাঁদপুরে কুমিল্লা শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের রুটিন অনুযায়ী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ ১৫ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। প্রথমদিনে এসএসসির বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মার্চ থেকে ২০ মার্চ।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার তথ্য অনুযায়ী সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। চাঁদপুর জেলার ৭৭ কেন্দ্রে এসএসসি ও দাখিলসহ সমমানের পরীক্ষার্থী এবার ৩৬,৬১২ জন।
এর মধ্যে এসএসসির কেন্দ্র ৪৬, পরীক্ষার্থী ২৭৪৫৩। দাখিল কেন্দ্র ১৯, পরীক্ষার্থী ৭৪৫৮ জন। এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল কেন্দ্র ১২টি, পরীক্ষার্থী ১৭০১ জন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানিয়েছেন, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশ রক্ষায় ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এদিকে পরীক্ষার্থীদের জন্য ৭টি নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড।