শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি ও আইসিটি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

এমন অলিম্পিয়াড সত্যিই প্রশংসার দাবি রাখে

----সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
এমন অলিম্পিয়াড সত্যিই প্রশংসার দাবি রাখে

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত আইসিটি এবং ইংরেজি অলিম্পিয়াড-২০২৩-এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারি শুক্রবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। সভাপতিত্ব করেন ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নূরুজ্জামান।

সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক। বর্তমানে যারা শিক্ষার্থী তারাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের স্মার্ট নাগরিক। আর এ লক্ষ্যে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত এ অলিম্পয়াড সত্যিই প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুরাণবাজার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু ও চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। উল্লেখযোগ্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, পুরাণবাজার ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাসুদা নূর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নূর খান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ শিবলী সাদিক।

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পূর্ববর্তী লক্ষ্যমাত্রা ছিলো ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। সে লক্ষ্য অর্জনের পর পরবর্তী রূপকল্প ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তিনি লালন করছেন তা ড্যাফোডিল পরিবার অন্তরের অন্তঃস্থলে ধারণ ও পরিচর্যা করে। এই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর আয়োজন করেছে ইংরেজি ও আইসিটি অলিম্পিয়াড-২০২৩। কেননা স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, তা অর্জনের অন্যতম হাতিয়ার হচ্ছে আন্তর্জাতিক ভাষা ইংরেজি ও প্রযুক্তিগত উৎকর্ষের ধারক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

এই অলিম্পিয়াডে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে চাঁদপুরের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান শিক্ষার্থীবৃন্দ। ইংরেজি অলিম্পিয়াড অনুষ্ঠানটি দুটি অংশে বিভক্ত ছিলো : ১. স্পেলিং বি এবং ২. স্পিচ কম্পিটিশন। আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠানটিও বিভক্ত ছিলো দুটি অংশে। যথা : ১. কুইজ এবং ২. প্রোগ্রামিং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রখর পীযূষ বড়ুয়া ও নুসরাত জারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়