প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসানের গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সাংবাদিক রাকিবুল হাসান নিজ গ্রামের জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উজানী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্ব সাধারণের সাথে তিনি মতবিনিময় করেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাজুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের মাস্টার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার, আওয়ামী লীগ নেতা জাফরুল হাসান খোকন, ইউপি সদস্য মুজিবুর রহমান প্রধান, মোজাম্মেল মাস্টার, উপজেলা যুবলীগের সদস্য আবু সাঈদ খান, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজালাল প্রধান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম মাস্টার নিলয়, সোহেল মিয়াজী, ইউপি সদস্য মেহেদী হাসান জসিম, সাবেক ইউপি সদস্য মিন্টু মিয়া, যুবলীগ নেতা সাখাওয়াত মাস্টার, মহসিন প্রধান প্রমুখ।
মতবিনিময় সভায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসানকে দলমতের ঊর্ধ্বে উঠে বিপুল ভোটে বিজয়ী করার আশ্বাস প্রদান করেন এলাকাবাসী।