প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ভ্রমণ সম্পন্ন
‘দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে পথচলা গুণী সাংবাদিকদের প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাবের ৩ দিনব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তন থেকে সংগঠনের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের নেতৃত্বে ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা দেন সাংবাদিকরা। কর্মসূচির প্রথমদিনে দেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতু পরিদর্শন শেষে টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত পরিচালনা করে দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করেন সাংবাদিকরা।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সাগরকন্যা কুয়াকাটায় অবস্থান করে নৈসর্গিক সমুদ্র সৈকত ও বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন ভ্রমণে অংশগ্রহণকারীরা। স্থানীয় একটি রিসোর্টে অবস্থাকালীন সময়ে কুয়াকাটার জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা শেষে আনন্দ আড্ডায় মেতে উঠেন সাংবাদিকরা। কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকরা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধিত করেন। একইদিন স্থানীয় সাবেক কাউন্সিলর ও সমাজসেবক তোফায়েল আহমেদ তপু ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ফুল এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এছাড়াও কুয়াকাটায় অবস্থানকালীন সময়ে কুয়াকাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সমাজসেবকরা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমণ সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করেন।
৭ ফেব্রুয়ারি বুধবার সকালে কুয়াকাটা থেকে পটুয়াখালী জেলার উদ্দেশ্যে রওয়ানা দেন সাংবাদিকরা। সেখানে পায়রা সমুদ্র বন্দর পরিদর্শন শেষে রাতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এসে পৌঁছায় সাংবাদিকরা।
৩ দিনব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণ সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।