প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
শিক্ষার্থীরা প্রতিদিন এক টাকা করে দিলে বিশ বছর পর একটি খেলার মাঠ হতো
-------------জেলা প্রশাসক কামরুল হাসান
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ বালিকা বিদ্যালয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয়টি লেখাপড়ায় খুবই ভালো। ভর্তিতে আমাদের হিমশিম খেতে হয়। কিন্তু বিদ্যালয়টির খেলার মাঠটি একেবারেই ছোট। এজন্যে বিদ্যালয়ের শিক্ষর্থীদের উদ্যোগ ও আন্তরিকতা প্রয়োজন। বিদ্যালয়ে ১৫শ’ শিক্ষার্থী প্রতিষ্ঠানের জন্যে যদি প্রতিদিন ১ টাকা করে জমা দেয়, তাহলে ২০ বছর পর একটি খেলার মাঠ শিক্ষার্থীদের টাকায় ক্রয় করা সম্ভব।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।