শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আজ চাঁদপুরে আসছেন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আজ চাঁদপুরে আসছেন

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি একদিনের সফরে আজ চাঁদপুর আসছেন। আজ ৯ ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে ৬টায় তিনি সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

ডাঃ দীপু মনি সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হবেন। এরপর ধারাবাহিকভাবে তিনি প্রথমে সকাল ৯টা ১০ মিনিটে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, সকাল ১০টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় এবং বেলা ১১টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা ১২টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অলিম্পিয়াডে যোগদান করবেন।

এরপর তিনি হাইমচর উপজেলার কর্মসূচিগুলোতে যোগ দেবেন। দুপুর ২টায় হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ও বিকেল ৪টায় আলগী দক্ষিণ ইউনিয়নের কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের নিজ বাসভবনে চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা গ্রহণ করবেন। সবশেষে সন্ধ্যা ৭টায় চাঁদপুর পৌরসভার ৬ থেকে ১০নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় করবেন। সফরশেষে রাত ৯টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

সমাজকল্যাণমন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী এ তথ্য জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়