প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অন্যরকম এক ডাকাতিয়ার পাড়!
চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ চাঁদপুর প্রেসক্লাব ভবনের পেছনে রয়েছে একটি দৃষ্টিনন্দন নদীর পাড়। এই পাড়টি বর্ষা মৌসুমে পানিতে ডুবে যায়, কিন্তু শুষ্ক মৌসুমে এই পাড়টির সৌন্দর্য বিশালাকারে মাঠ হিসেবে ফুটে উঠে। এই পাড়টিতে বিকেল হলেই বিভিন্ন বয়সী শিক্ষার্থী, যুব বয়সী নর-নারী, বৃদ্ধসহ সব শ্রেণির মানুষ নদীর সৌন্দর্য দেখতে, খেলতে এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে চলে আসে। চাঁদপুর বড়স্টেশনে যেমন প্রতিদিন হাজারো লোকের ভিড় থাকে, ঠিক তেমনি ডাকাতিয়া নদীর পাড়টিতেও শুষ্ক মৌসুমে প্রচুর মানুষের ভিড় দেখা যায়। যা ছবিটিতে ফুটে উঠেছে। ২ ফেব্রুয়ারি বিকেলে তোলা ছবিটি । ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।