প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাজারগাঁওয়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের খোলা আকাশের নিচে বসবাস
প্রবাদ আছে, চোরে নিলে কিছু অবশিষ্ট থাকে কিন্তু আগুনে পুড়ে গেলে কিছুই থাকে না। এই প্রবাদটিই সত্যি হলো হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব রাজারগাঁও গ্রামের মোঃ হাবিবুর রহমান মজুমদারের দুটি বসত ঘর ও ঘরের আসবাবপত্রসহ সম্পূর্ণ আগুনে পুড়ে যাওয়ায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত ২৬ জানুয়ারি সন্ধ্যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি এই তীব্র শীতে খোলা আকাশের নিচে বসবাস করছে।
মোঃ হাবিবুর রহমান মজুমদার বলেন, গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমার দুটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং ঘরে থাকা কাপড়-চোপড়, আসবাবপত্র, জমির দলিল, আমার ও আমার স্ত্রীর শিক্ষা সনদ, ব্যবসায়িক কাগজপত্র, মেয়েদের প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
তিনি আরো বলেন, দীর্ঘদিনে একটু একটু করে গড়া সম্পদ মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সহায় সম্বল হারিয়ে এখন পাগলপ্রায়। বর্তমানে স্ত্রী, মেয়ে ও মাকে নিয়ে এই তীব্র শীতের মাঝে দিনযাপন করছি।