প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
খেলাধুলার আনন্দ শিশুমনের পরিপূর্ণ বিকাশে সহায়ক
-----জেলা প্রশাসক কামরুল হাসান
চাঁদপুর জেলার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী আসমা উল হুসনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর সহধর্মিণী রাবেয়া আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-এর সহধর্মিণী নাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার। এছাড়া সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলার ভেতরে যে আনন্দ থাকে তা শিশুমনের পরিপূর্ণ বিকাশে সহায়ক। খেলার জন্যে বড় মাঠের প্রয়োজন নেই। বাসার সামনে অল্প জায়গা হলেও খেলা যায় বা কিছু শারীরিক কার্যক্রম যেমন-হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, দড়িলাফ দেয়া যায়। এ সকল শরীরের ক্লান্তি, একঘেঁয়েমি, বিষণ্ণতা, মানসিক চাপ দূরে সরিয়ে মনকে সতেজ রাখতে সাহায্য করে।